আন্তর্জাতিক

জার্মানিতে সুইস গুপ্তচর আটক

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুপ্তচরবৃত্তির সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে ‘বুন্ডেসক্রিমিনালামট’ (বিকেএ)। পাশাপাশি ও ভেটেরাউ এলাকার কিছু আবাসিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানেও তল্লাশি চালায় তারা। ডানিয়েল এম. নামের ওই ব্যক্তিকে শুক্রবার পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে গত ডিসেম্বর থেকে তার নামে হুলিয়া জারি করা ছিল। জার্মান কেন্দ্রীয় কৌঁসুলিরা বলছেন, ২০১২ থেকে সন্দেহ করা হচ্ছে ওই ব্যক্তি কোনো বিদেশি রাষ্ট্রের হয়ে কাজ করছেন। সংবাদে বলা হয়, ধারণা করা হচ্ছে ডানিয়েল জার্মান কর-পুলিশের ওপর নজরদারি চালাচ্ছিলেন। সম্প্রতি জার্মান কর-কর্র্তৃপক্ষ কিছু সুইস ব্যাংক থেকে অ্যাকাউন্টের তথ্যের সিডি কিনে বিতর্ক সৃষ্টি করে। সুইস অ্যাকাউন্টধারী জার্মান নাগরিকদের খুঁজে বের করতেই এ পদক্ষেপ। তাদের ভাষ্য মতে, বিপুল অর্থের বিনিময়ে কেনা এই তথ্যের মাধ্যমে বিপুল পরিমাণ করহীন অর্থ জব্দ করা সম্ভব হবে। কিন্তু সুইস কর্তৃপক্ষ বলছে, এভাবে অর্থ দিয়ে চুরি করা ব্যক্তিগত তথ্য কেনা অনৈতিক। এ নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। তথ্যসূত্র : বিবিসি অনলাইন রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৭/আবীর/রাসেল পারভেজ