আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় বিক্ষোভ দমনে সামরিক আদালত!

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় সরকারবিরোধ বিক্ষোভকারীদের দমনে সরকার সামরিক আদালত ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকারকর্মী, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এ অভিযোগ করেছে। বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় এক মানবাধিকার সংস্থা জানিয়েছে, সামরিক আদালত কমপক্ষে ৫০ বিক্ষোভকারীকে আটক করেছে। অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের (ওএএস) মহাসচিব চলমান এ অবস্থাকে ‘স্বৈরতন্ত্র’ বলে অভিহিত করেছেন। তবে আটকের বিষয়ে ভেনেজুয়েলা সরকার কিছু জানায়নি অথবা সামিরক বাহিনী সন্দেহভাজন বেসামরিক লোকদের নিয়ে কোনো তৎপরতা চালাচ্ছে বলে জানানো হয়নি। এক ভিডিও বিবৃতিতে ওএএসের উরুগুইয়ান প্রধান লুইস আলমাগ্রো বলেছেন, যখন থেকে বেসামরিক লোকদের সামিরক আদালতে তোলা শুরু হয়েছে, তখন থেকে মৌলিক অধিকারের মধ্য দিয়ে প্রক্রিয়া সম্পাদনের কোনো সুযোগ রাখা হয়নি। গত মাসে ওএএস থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দেয় ভেনেজুয়েলা। তাদের অভিযোগ, অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে আমেরিকাভিত্তিক এই সংগঠন। সোমবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তার বিপ্লব অব্যাহত রাখতে সাংবিধানিক সামরিক পরিষদ গঠন করবেন তিনি। সম্প্রতি দেশটিতে বিক্ষোভ ও সহিংসতায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এ নিয়ে ব্যাপক চাপে রয়েছেন মাদুরো ও তার সরকার।  

 

রাইজিংবিডি/ঢাকা/৯ মে ২০১৭/রাসেল পারভেজ