আন্তর্জাতিক

দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার পথে রুহানি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। শনিবার প্রকাশিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে এমনটাই ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছে বিবিসি। শনিবার সকাল পর্যন্ত ২ কোটি ৬০ লাখ ভোট গণনা হয়েছে। এতে দেখা গেছে, হাসান রুহানি এক কোটি ৪৬ লাখ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম রায়িসি এ পর্যন্ত পেয়েছেন এক কোটি এক লাখ ২৫ হাজার ভোট। রায়িসি অবশ্য নির্বাচনে অনিয়ম হয়েছে বলে দাবি করেছেন। তার দাবি, রুহানির সমর্থকরা নির্বাচনী কেন্দ্রে বিভিন্ন গুজব ছড়িয়েছে। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় জানিয়েছে, মোট চার কোটি ২০ লাখ ভোটার নির্বাচনে তাদের ভাটাধিকার প্রয়োগ করেছেন। কয়েক দফা সময় বাড়িয়ে শুক্রবার মধ্যরাতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। সময় বাড়ানোর কারণ হিসেবে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, ‘অনুরোধ’ এবং ‘জনগণের উৎসাহী অংশগ্রহণের’জন্য তারা ভোটের সময় বাড়িয়েছেন।

   

রাইজিংবিডি/ঢাকা/২০ মে ২০১৭/শাহেদ