আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন বারবার প্রত্যাখ্যান করছেন মেলানিয়া? (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : ইন্টারনেট দুনিয়ায় তোলপাড় চলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার সম্পর্ক নিয়ে। হঠাৎ-ই মেলানিয়া কেন তার প্রেসিডেন্ট স্বামীকে বেকুব বানাতে শুরু করেছেন? বিশ্ব গণমাধ্যমের সামনে তাকে কেন বারবার প্রত্যাখ্যান করছেন? কী হলো তাদের মধ্যে? তাদের মধ্যে ভুল বোঝাবুঝি চলছে কি? ট্রাম্প হাত ধরতে চাচ্ছেন কিন্তু মেলানিয়া প্রত্যাখ্যান করছেন। সোমবার ইসরায়েলে এমনটি ঘটার দুদিন পরে ইতালিতেও একই ঘটনার পুনরাবৃত্তি করলেন মেলানিয়া। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে- তাদের সম্পর্কে চিড় ধরেনি তো? বুধবার ইতালির রোমে বিমানের দরজায় দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান ট্রাম্প ও মেলানিয়া। এরপর বিমানের সিঁড়ি বেয়ে নেমে আসার মুহূর্তে ট্রাম্প তার স্ত্রীর হাত ধরার চেষ্টা করেন কিন্তু মেলানিয়া হাত সরিয়ে নেন। তখন বিশ্ব গণমাধ্যমের ক্যামেরা তাদের দিকে তাক করা। কোনো মুহূর্ত এড়ানোর মতো ফুসরত নেই। সিঁড়ি বেয়ে নামার মুহূর্তে ট্রাম্প যখন মেলানিয়ার হাত ধরার চেষ্টা করেন তখন মেলানিয়া কপালে এসে পড়া চুল সরানোর ভান করে হাত সরিয়ে নেন। ভান করলে কি হবে! ক্যামেরার চোখ ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। স্পষ্টই বোঝা গেছে, বেকুব বনে গেছেন ট্রাম্প। নিরুপায় প্রেসিডেন্টও ভান করলেন। ট্রাম্প যেন বোঝাতে চাইছেন, ‘আরে! না, না! ঠিক আছে! হাত ধরার কি আছে?’ পরে মেলানিয়ার পেছনের দিকে হাত দিয়ে বিষয়টি স্বাভাবিক করে হাঁটা শুরু করলেন ট্রাম্প। খুবই অল্প সময়ের ঘটনা। কিন্তু ট্রাম্পের সমর্থক ও বিরোধীরা যারপরণাই হতবাক। কী হচ্ছে এসব? সেদিন ইসরায়েলে বিমান থেকে নেমে লাল গালিচার ওপর দিয়ে হাঁটার সময় মেলানিয়ার হাত ধরতে গেলে প্রত্যাখ্যাত হন ট্রাম্প। এ নিয়ে নিন্দুকরা যেমন খই ফুটিয়েছেন, তেমনি গুজবের হাওয়া ঢেউ খেলেছে বিশ্বজুড়ে। কিন্তু আসলেই কি কোনো রহস্য ঘনীভূত হচ্ছে তাদের সম্পর্কের রসায়নে। হলি ও’রেলি নামে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘মেলানিয়া ছেড়ে যেতে চাইছেন।’ কাকে? ট্রাম্পকে ছেড়ে যাবেন তিনি? মাইক ফরসিদে নামে আরেকজন লিখেছেন, মেলানিয়ার হাত ধরতে গিয়ে প্রত্যাখ্যাত ট্রাম্পের কোনো প্রতিক্রিয়া না থাকার অর্থ হলো- ‘তিনি (ট্রাম্প) তার কাছ থেকে এমন আরচণ পেতে অভ্যস্ত।’ টুইটারের ‘জন ফ্রম য়ু-স্টোন’ অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘মেলানিয়া ট্রাম্প হাতকে যে কথা বলছেন, তার অর্থ সম্পূর্ণ নতুন।’ কী সেই অর্থ? অর্থ হয়তো সবার অজানা। কিন্তু মন্তব্য ভূরি ভূরি। টুইটার ব্যবহারকারীরা হয়তো জানেন, কত রকমের মন্তব্য আসছে যুক্তরাষ্ট্রের এই ফার্স্ট দম্পতির সাম্প্রতিক এই হাতধরা-কাণ্ড নিয়ে। তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৭/রাসেল পারভেজ