আন্তর্জাতিক

লেক থেকে উড়ে আসছে বিষাক্ত ফেনার দলা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে একটি লেক থেকে উড়ে আসছে দলা দলা বিষাক্ত ফেনা। শিল্পবর্জ্য ও ময়লা-আবর্জনায় ভরা বেঙ্গালুরুর বারথার লেক আগাম বৃষ্টিতে বিষাক্ত ও গ্যাসীয় ফেনার কুণ্ডলীতে ভরে উঠেছে। বাতাসের তোড়ে দলা দলা ফেনা সড়কে ও বিভিন্ন প্রতিষ্ঠানে উড়ে আসছে। বারথার লেক থেকে উড়ে আসা ফেনায় ছেয়ে গেছে আশপাশের আবাসিক, ব্যবসায়িক ও অন্যান্য ভবনগুলো। ট্রাফিক নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। হাসপাতালে ঢুকে যাচ্ছে ফেনার দলা। হেলমেটের মধ্যে ঢুকে যাওয়ায় মোটরসাইকেল আরোহীদের বিপদের মুখে পড়তে হচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরাও। আগাম বৃষ্টিতে বেঙ্গালুরুবাসীর যেখানে স্বস্তি পাওয়ার কথা, সেখানে তাদের বিষাক্ত ফেনার দুর্বিপাকে পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। শিগগিরই এ সমস্যার সমাধানে সরকারের উপযুক্ত পদক্ষেপ চেয়েছে শহরবাসী। সেবামূলক সংগঠন হোয়াইটফিল্ড রাইজিং গ্রুপের সদস্য প্রবীর বারগোদিয়া স্থানীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডকে জানিয়েছেন, এই প্রথমবার বারথার লেকের বিষাক্ত ফেনার দলা কলাম্বিয়া এশিয়া হাসপাতাল পর্যন্ত পৌঁছে গেছে। এই সংগঠনের ওয়েবসাইটে জানানো হয়েছে, বারথুর লেকে জমে থাকা ফেনা অপসারণে তারা কাজ করছে। বেঙ্গালুরুর সবচেয়ে বড় লেক বেলান্দুর লেক। ফেব্রুয়ারি মাসে এই লেকে আগুন ধরে গিয়েছিল। কারণ ছিল শিল্পবর্জ্য ও ময়লা-আবর্জনায় লেকটির বিষাক্ত হয়ে পড়া। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইন

   

রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৭/রাসেল পারভেজ