আন্তর্জাতিক

প্রথম সমকামী প্রধানমন্ত্রী পাচ্ছে আয়ারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক : প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে আয়ারল্যান্ড। ভারতীয় বংশোদ্ভূত ৩৪ বছর বয়সী লিও ভারাদকার একইসঙ্গে দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। শুক্রবার মধ্য-ডানপন্থী ফাইন গেল পার্টির প্রধান হিসেবে লিওকে নির্বাচিত করা হয়। এর আগে অবশ্য নিজ দলেরই আরেক নেতা সিমন কভিনির সঙ্গে ভোটাভুটির লড়াইয়ে নামেন তিনি। গৃহায়ণ মন্ত্রী সিমনকে ৬০ শতাংশ ভোটে পরাজিত করতে সক্ষম হয়েছেন তিনি। দলের নেতা নির্বাচিত হওয়ার পর লিও স্বাভাবিকভাবেই আস্থা ভোটের মাধ্যমে পার্লামেন্ট নেতা নির্বাচিত হতে পারবেন। কারণ পার্লামেন্টে ফাইন গেলের একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ইতিমধ্যে বর্তমান প্রধানমন্ত্রী এন্ডা কেনি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ২০০২ সাল থেকে তিনি এই দায়িত্বে ছিলেন। আগামী ১৩ জুন দেশটির পার্লামেন্টের অধিবেশন বসবে। ওইদিনই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ পেতে যাচ্ছেন লিও। রাইজিংবিডি/ঢাকা/৩ জুন ২০১৭/শাহেদ