আন্তর্জাতিক

পার্লামেন্টেও সংখ্যাগরিষ্ঠতা পেল ম্যাক্রোঁর দল

আন্তর্জাতি ডেস্ক : ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর দল পার্লামেন্টেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। দেশটির পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয়েছে রোববার। দুই দফার ভোটে স্পষ্টই জয়ী হয়েছেন ম্যাক্রোঁ। কয়েক সপ্তাহ আগে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ৩৯ বছর বয়সি এই ফরাসি রাজনীতিক। এক বছর দল গঠন করে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে রীতিমতো চমক দেখালেন তিনি। ফ্রান্সের পার্লামেন্টের আসন সংখ্যা ৫৭৭টি। অধিকাংশ আসনে ভোট গণনা প্রায় শেষের পথে। মাক্রোঁর লা রিপাবলিক এঁ মার্চ ও তার মিত্র মোডেম পেয়েছে ৩০০টিরও বেশি আসন। তবে যতটা আশা করা হয়েছিল, জয়ের সীমানা ততটা বড় হয়নি। তা ছাড়া গৃহীত ভোটের হারও এবার কম। ম্যাক্রোঁর মুন্সিয়ানার জায়গা হলো- তার দলটির বয়স এক বছরের মতো। পার্লামেন্ট নির্বাচনে যেসব প্রার্থী দিয়েছেন তাদের অধিকাংশই নতুন এবং তাদের পরিচিতিও কম। তারপরও বড় বড় দলের নাগের ডগা দিয়ে পার্লামেন্ট নিয়ন্ত্রণে রাখার মতো সংখ্যাগরিষ্ঠ আসন তিনি পেয়েছেন। এর ফলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অর্থনীতি সংস্কারের পক্ষে ম্যাক্রোঁ পরিকল্পনামতো কাজ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৭/রাসেল পারভেজ