আন্তর্জাতিক

ভারতে বিজেপির দলিত নেতা হতে যাচ্ছেন রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পরবর্তী রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)বিহারের গভর্নর রাম নাথ কোবিন্দের নাম ঘোষণা করেছে । সোমবার বিজেপি সভাপতি অমিত শাহ তার নাম ঘোষণা করেছেন। রামনাথ কোবিন্দ কানপুর থেকে উঠে আসা বিজেপির দলিত নেতা। ১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন।১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি বিজেপির তফসিলি মোর্চার সর্বভারতীয় সভাপতি ছিলেন। ২০১৫ সালে তিনি বিহারের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন। পেশায় আইনজীবী ৭১ বছরের কোবিন্দ দিল্লিতে প্র্যাকটিস করতেন। অমিত শাহ জানিয়েছেন, বিজেপির পার্লামেন্টারি দলের বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে কোবিন্দের নাম চূড়ান্ত হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে প্রার্থীর নাম জানিয়েছেন। ২৩ জুন কোবিন্দ তার মনোনয়নপত্র জমা দেবেন। তবে কতোজন প্রার্থীর মধ্য থেকে কোবিন্দের নাম চূড়ান্ত করা হয়েছে সে ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজী হননি বিজেপি প্রধান।

   

রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৭/শাহেদ