আন্তর্জাতিক

আফগানিস্তানে ব্যাংকে গাড়িবোমা, নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের লস্করগাহ শহরেরে একটি ব্যাংকের বাইরে শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত হয়েছে। বৃহস্পতিবারের এ ঘটনায় আহত হয়েছে আরো ৫০ জন।হতাহতদের মধ্যে বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে। প্রাদেশিক গভর্নরের কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবারের হামলায় অন্তত ২৬ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। ব্যাংকটিতে ঈদ উদযাপন উপলক্ষে সেনা সদস্যসহ লোকজন বেতন তুলতে গিয়েছিল। টোলো নিউজ জানিয়েছে, গাড়িবোমার বিস্ফোরণ ঘটানোর পর সশস্ত্র হামলাকারীরা ব্যাংকের ভেতরে প্রবেশ করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে জড়িয়ে পড়ে। হেলমান্দ পুলিশের মুখপাত্র সালাম আফগান জানিয়েছেন, কাবুল ব্যাংক নামের ওই ব্যাংকটির দরজায় বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তাৎক্ষণিকভাবে কেই এ হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানে বহু প্রাণঘাতী হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী তালেবান ও ইসলামিক স্টেট।

   

রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৭/শাহেদ