আন্তর্জাতিক

টুথপিক যখন ভয়ংকর

আন্তর্জাতিক ডেস্ক : খাওয়ার পর দাঁতের ফাঁকে রয়ে যাওয়া খাদ্যকণা পরিষ্কার করতে অনেকেই টুথপিক ব্যবহার করেন। তবে এই টুথপিকই যদি হয় ধনুকের মতো, তহালে সেটি হয়তো হয়ে উঠতে পারে ভয়ংকর খেলনা। তাই বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই চীনের অভিভাবকরা এই টুথপিক বন্ধের দাবি জানাতে শুরু করেছেন। চীনের বাজারে ইদানীং ধনুক আকৃতির টুথপিক এসেছে। এ ধরণের সাধারণ টুথপিকের দাম শূন্য দশমিক ৬ মার্কিন ডলার। আর এটি যদি ইস্পাতের হয়, তাহলে এর দাম ১ ডলার। মনোহরী দোকান, বিশেষ করে স্কুলের পাশের দোকানগুলোতে এগুলো মিলছে বেশি। চীনা গণমাধ্যমগুলো জানিয়েছে, শিশুরা এই টুথপিক খেলনা হিসেবে ব্যবহার করছে। এরসঙ্গে ক্ষুদে তীর ব্যবহার করে রান্নাঘরের কার্ডবোর্ড , আপেল সবই নষ্ট করছে তারা। আর সঙ্গে যদি বড় সূচ ব্যবহার করা হয়, তাহলে সোডার ক্যানও ফুটা হয়ে যাচ্ছে। অভিভাবকদের আশঙ্কা খেলাচ্ছলে হয়তো এই ধনুক টুথপিক দিয়ে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই তারা এটি বিক্রি বন্ধ করার দাবি জানিয়ে আসছেন। অভিভাবকদের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান শুরু করেছে। ইতিমধ্যে চেংডু, কুনমিং ও হারবিন শহরে এটি বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

   

রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৭/শাহেদ