আন্তর্জাতিক

‘আসাদের ক্ষমতাচ্যুতি দেখতে চায় না ফ্রান্স’

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র বলেছেন, তার দেশ এখন আর সিরিয়ার চলমান সংকট নিরসনের পূর্বশর্ত হিসেবে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতি চায় না। বুধবার এক সাক্ষাৎকারে নতুন ফরাসি প্রেসিডেন্ট এ ঘোষণা দেন। তার এই ঘোষণা দৃশ্যত পূর্বসূরি ফ্রাঁসোয়া ওলাঁদের অবস্থানের সম্পূর্ণ বিপরীত। ম্যাক্র বলেছেন, ‘ফ্রান্সের নতুন নীতি হচ্ছে, বাশার আল-আসাদ ক্ষমতা থেকে সরে গেলেই যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে তা নয়। কারণ, আমাকে কেউ আসাদের বৈধ কোনো উত্তরসূরি দেখাতে পারেননি।’ ফ্রান্সের প্রেসিডেন্ট সিরিয়া সংকটের ব্যাপারে তার সরকারের দু’টি ‘স্পষ্ট গাইডলাইনের’ কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘সবার আগে দেশটিতে তৎপর সবগুলো সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করতে হবে। কারণ, তারা আমাদের শত্রু এবং এরপর সিরিয়ার সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।’ সিরিয়ার চলমান সংকট নিরসনে সারাবিশ্বের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ম্যাক্র। তিনি বলেন, ইসলামিক স্টেটকে নির্মূলের জন্য রাশিয়ার সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৭/শাহেদ