আন্তর্জাতিক

ইয়েমেনে কলেরা পরিস্থিতি ভয়াবহ : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব ঘটেছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এক বিবৃতিতে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, দেশটিতে কলেরায় আক্রান্ত রোগীর সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে । সংস্থা দুটি জানিয়েছে, কলেরায় এ পর্যন্ত ১ হাজার ৩০০ জন মারা গেছে। এদের মধ্যে এক-চতুর্থাংশই শিশু। মৃত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘মাত্র দুই  মাসে যুদ্ধবিধ্বস্ত এই দেশের প্রত্যেকটি প্রশাসনিক এলাকায় কলেরা  ছড়িয়ে পড়েছে।’ প্রতিদিন প্রায় পাঁচ হাজার জন নতুন করে কলেরায় আক্রান্ত হচ্ছে। দুই বছর ধরে চলা গৃহযুদ্ধে ইয়েমেনের স্বাস্থ্য, পানি ও পয়োনিষ্কাশনব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। ভয়াবহ খাদ্যসংকট দেখা দেওয়ায় দেশটির বহু শিশু অপুষ্টিতে ভুগছে। কলেরায় আক্রান্ত এসব শিশুর অবস্থা সবচেয়ে বেশি ভয়াবহ। জাতিসংঘ জানিয়েছে, সংস্থার উন্নয়নবিষয়ক দলগুলো ইয়েমেনের ঘরে ঘরে ঘুরে কলেরা প্রতিরোধে লোকজনকে পরামর্শ দিচ্ছে।কিন্তু নিরাপদ পানি সরবরাহ কম থাকায় প্রাদুর্ভাব কমানো সম্ভব হচ্ছে না। রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৭/শাহেদ