আন্তর্জাতিক

ট্রাম্প আমলে কমেছে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি বেশ কমেছে। অনেক দেশের লোকদেরই ট্রাম্পের নেতৃত্বের ওপর আস্থা নেই। পিউ রিসার্চ সেন্টারের এক জরিপ প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। শপথ নেওয়ার পর ট্রাম্পের পাঁচ মাসের শাসনামলে জনপ্রিয়তা নিরিখে ৩৭টি দেশের ৪০ হাজার লোকের সাক্ষাৎকার নিয়েছে পিউ রিসার্চ। এতে দেখা গেছে, বারাক ওবামার শাসনামলের পর যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তা ৬৪ শতাংশ থেকে নেমে ৪৯ শতাংশে এসে দাঁড়িয়েছে। ৩৭ টি দেশের মধ্যে কেবল দুটি দেশ-ইসরায়েল ও রাশিয়া ওবামার চেয়ে ট্রাম্পের আমল ভাল বলে জানিয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের প্রশ্ন করা হয়েছিল, ওবামা ও ট্রাম্পের ওপর তাদের  কতখানি আস্থা রয়েছে। এতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত দক্ষিণ কোরিয়ার লোকদের ওবামার ওপর আস্থা ছিল ৮৯ শতাংশে। আর ট্রাম্পের বেলায় সেটি নেমে এসেছে ১৮ শতাংশে। এর প্রায় কাছাকাছি চিত্র কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বেলায়। পক্ষান্তরে ওবামার আমলে রুশদের আস্থা যেখানে ছিল ১১ শতাংশ, ট্রাম্প আমলে সেটি একলাফে বেড়ে ৫২ শতাংশে পৌঁছেছে। জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, অংশগ্রহণকারীদের প্রায় ৯২ শতাংশের মতে ট্রাম্প হচ্ছেন দাম্ভিক। আর ৩৭টি দেশের মধ্যে ২৬ দেশের অংশগ্রহণকারীরাই বলেছেন ট্রাম্প বিপজ্জনক চরিত্রের লোক।

   

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৭/শাহেদ