আন্তর্জাতিক

স্কুলের শেষ দিনই টুইটারে মালালার প্রথম দিন

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই গতকাল তার স্কুল জীবন শেষ করে টুইটারে যোগ দিয়েছেন। টুইটারে যোগ দিয়ে তিনি নারী শিক্ষার ব্যাপারে তার আন্দোলনে সহযোগিতা চেয়েছেন। ১৯ বছরের মালালা বলেন, টুইটারে যোগাদানের দিনই তিনি স্কুল জীবন শেষ করেছেন। এটি একই সঙ্গে মিষ্টি ও তিক্ততার মতো অনুভূতি। তিনি আরো বলেন, লাখ লাখ মেয়েদের কথা চিন্তা করছেন, যারা তার মতো সুযোগ-সুবিধা পায়নি। টুইটার বার্তায় মালালা জানান, গ্রীষ্মকালজুড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে নারী শিক্ষার ব্যাপারে প্রচারাভিযান চালাবেন। মালালা যখন ১১ বছরের কিশোরী, তখন প্রথম নারী শিক্ষার ওপর ব্লগে লিখতে শুরু করেন। এরপর ১৫ বছর বয়সে ২০১২ সালের অক্টোবরে স্কুল বাসে যাওয়ার সময় মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন।     রাইজিংবিডি/ঢাকা/৮ জুলাই ২০১৭/এসএন