আন্তর্জাতিক

উপসাগরীয় বিরোধ নিষ্পত্তিতে সৌদি আরবে টিলারসন

আন্তর্জাতিক ডেস্ক : কাতার ও অন্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে আলোচনার জন্য সৌদি আরবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। সৌদি বাদশা সালমান ও কাতারের ওপর অবরোধ আরোপকারী চার আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। আলজাজিরা অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে। সংকট নিরসনের প্রচেষ্টায় মঙ্গলবার দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানির সঙ্গে বৈঠক করেন টিলারসন। বৈঠকের পর টিলারসন বলেন, কাতার তার অবস্থানে সম্পূর্ণ ঠিক আছে এবং তাদের অবস্থান যুক্তিসঙ্গত। টিলারসন ও কাতারি পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার ঘোষণা করেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এবং এর অর্থায়নে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে একটি চুক্তি হয়েছে। তবে মোহাম্মদ বিন আবদুল রহমান বলেছেন, এ চুক্তিতে সাম্প্রতিক উপসাগরীয় দ্বন্দ্ব নিয়ে কিছু উল্লেখ নেই। কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নতুন এই চুক্তিকে ‘অসম্পূর্ণ’ বলে উল্লেখ করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। তারা আরো বলেছে, সন্ত্রাসবাদে সমর্থন বাদ দিতে কাতারের ওপর চার আরব দেশ ও তাদের মিত্রদের দীর্ঘদিনের চাপ সৃষ্টি ও আহ্বানের ফলে শেষ পর্যন্ত এ চুক্তি করেছে দোহা। তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে কাতার। সন্ত্রাসে অর্থায়ন ও ইরানকে সাহায্য করার অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। স্থল, আকাশ ও নৌপথে যোগাযোগ বন্ধ করায় ও বাণিজ্য স্থগিত থাকায় উপসাগরীয় অঞ্চলে সংকট তৈরি হয়েছে। সংকট থেকে উত্তরণে কুয়েত মধ্যস্থতা করেও কোনো উপায় বের করতে পারেনি। এখন মধ্যস্থতার ভূমিকা নিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। রাইজিংবিডি/ঢাকা/১২ জুলাই ২০১৭/রাসেল পারভেজ