আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যানুযায়ী, দ্বীপটির উপকূলে শনিবার সন্ধ্যায় ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। রয়টার্স অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে এ তথ্য জানানো হয়েছে। ভূমিকম্পর উৎপত্তিস্থলের পাশের গোরোনটালো প্রদেশের বাসিন্দারা টুইটারে জানিয়েছে, তারা ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করেছে। এদিকে, ইন্দোনেশিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই। তা ছাড়া তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি। ইউএসজিএস জানিয়েছে, গোরোনটালো প্রদেশের প্রধান শহর থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে সুলাওয়েসি দ্বীপের উপকূলে এই ভূমিকম্পের কেন্দ্র। রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৭/রাসেল পারভেজ