আন্তর্জাতিক

ছেলের জন্মদিনের কেক কিনতে বেরিয়ে...

আন্তর্জাতিক ডেস্ক : ছেলের জন্মদিনের কেক কিনতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন বাবা। ভারতের উত্তর প্রদেশের মোজাফফরনগরের নাজিম আহমেদকে (২৩) খুব কাছ থেকে গুলি করা হয়। তার স্ত্রী আয়েশা (২১) খুনের বিচার দাবি করেছেন। আয়েশার নাম ছিল পিংকি কুমার। নাজিমের সঙ্গে স্কুলে পড়ার সময় তার দেখা। সেই থেকে গভীর প্রেমে জড়িয়ে পড়েন তারা। হিন্দু-মুসলিম হওয়ায় গোপন ছিল তাদের প্রেমকাহিনি। কিন্তু জীবন-মরণের সঙ্গী হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে প্রকাশ্যে আসে তাদের সম্পর্কের কথা। তবে তা মানতে নারাজ ছিলেন পিংকির পরিবার। পরিবারের বাধা উপেক্ষা করে নাজিমকে বিয়ে করেন পিংকি। ইসলাম ধর্ম গ্রহণ করেন। নামও পাল্টে ফেলেন। আয়েশা নামে নাজিমের সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেন। তাদের ঘর আলোকিত করে আসে এক পুত্র সন্তান। সোমবার ছেলের এক বছর পূর্তিতে জন্মদিনের কেক কিনতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন নাজিম। আয়েশার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে তার স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। তবু ন্যায় বিচার চান আয়েশা। ভোকারহেদি গ্রামের ১৩ হাজার বাসিন্দা মধ্যে ৩ হাজার মুসলিম। ২০১৩ সালে মোজাফফরনগরে হিন্দু-মুসলিম দাঙ্গার সময়ও গ্রামটি শান্ত ছিল। তাই বলে মুসলিম ছেলের সঙ্গে মেয়ের বিয়ে মানেনি আয়েশার পরিবার, এমন কি গ্রামবাসীও। আয়েশা বলেন, ‘আমার পরিবার আমাকে অনেক মারধর করেছে, অন্য ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে চেয়েছে। কিন্তু নাজিমকেই বিয়ে করতে চেয়েছি আমি। করেছিও। সেই স্কুল থেকে ওর সঙ্গে আমার সম্পর্ক।’ ২০১৫ সালে এই জুটি বিয়ে করে। পরে তারা অন্ধ্র প্রদেশের বিশখাপাটনামে গিয়ে বসবাস শুরু করেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতমাসে গ্রামের বাড়িতে আসেন তারা। ফিরতে একটু দেরি করছিলেন। এর মধ্যে ছেলের বয়স এক বছর পূর্তি হচ্ছে। নাজিম চাইছিলেন, ছেলের জন্মদিন গ্রামের বাড়িতে উদযাপন করে বিশখাপাটনামে ফিরে যাবেন। সোমবার ছিল তাদের ছেলের জন্মদিন। সব ঠিকঠাক ছিল। কেক কিনতে বেরিয়েছিলেন নাজিম। কিন্তু জন্মদিনের উৎসব আর হলো না। শোকের ছায়ায় ঢাকা পড়ল আয়েশা ও তার ছেলের জীবন। তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৭/রাসেল পারভেজ