আন্তর্জাতিক

পুনর্জন্মে স্বামী হয়েছে বাছুর!

আন্তর্জাতিক ডেস্ক : কম্বোডিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে এখন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে পাঁচ মাস বয়সী একটি বাছুর। দেশটির উত্তর-পূর্বাংশের প্রদেশ ক্রাতির বাসিন্দা ৭৪ বছরের খজম হাংয়ের দাবি প্রায় এক বছর আগে মারা যাওয়া তার স্বামী টোল খাট সেই বাছুর হয়ে পুনর্জন্ম নিয়ে এসেছে। রয়টার্স টেলিভিশনকে খজম হাং জানিয়েছেন, প্রতিদিন শতাধিক লোক বাছুরটি দেখতে তার বাড়িতে আসছে। তিনি বলেন, ‘ আমার বিশ্বাস বাছুরটি আমার স্বামী। কারণ আমার স্বামী যখন বেঁচে ছিল তিনি ওই সময় যা যা করতেন বাছুরটি হুবহু সেসব কাজ করছে।’ খজম হাং বলেন, ‘ আমি তাকে রেখে দেব এবং আমৃত্যু তার যত্ন নেব।’ ফেসবুকে বাছুরটির ঘরে প্রবেশ ও অন্যান্য কর্মকাণ্ড দেখে ওই গ্রামে গিয়েছিলেন থাচ ভিন নামে এক তরুণী। তিনি বলেন, ‘ এভাবে কোনো বাড়ির ভেতরে বাছুরের প্রবেশকে অস্বাভাবিক ভাবতাম আমি। তাই বিষয়টি নিজের চোখে দেখতে এই গ্রামে এসেছি আমি।’ কাঠের ওই বাড়িটিতে বাছুরটিকে খাওয়ানো, গোসল করানো এবং টোল খাট যে বালিশে ঘুমাতেন সেখানেই তাকে শোয়ানো হয়। প্রসঙ্গত, কম্বোডিয়ার ৯৫ শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের বিশ্বাস মানুষ মৃত্যুর পর তাদের আত্মা পুনরায় পৃথিবীতে আসে। রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৭/শাহেদ