আন্তর্জাতিক

আল-আকসায় ৫০ বছরের নিচে প্রবেশ নিষেধ

আন্তর্জাতিক ডেস্ক : অন্যতম পবিত্র ধমীয় স্থান আল-আকসা মসজিদে ৫০ বছরের নিচে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েলি পুলিশ। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে। সম্প্রতি নিরাপত্তা জোরদারের অজুহাতে আল-আকসা মসজিদ এলাকায় মেটাল ডিকটেটর বসিয়েছে পুলিশ। এর জের ধরে বিক্ষোভ হতে পারে আশঙ্কা করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পুলিশের মুখপাত্র মিকি জোসেনফেল্ড জানিয়েছেন, শুক্রবার জেরুজালেমের ওল্ড সিটিতে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।‘পুলিশ ও সীমান্ত পুলিশ ইউনিটগুলো পুরো এলাকা ও আশেপাশের এলাকায় টহল দেবে।’ এদিকে ফিলিস্তিনি মুসলিম নেতারা ইসরায়েলের এ উদ্যোগের ব্যাপক নিন্দা জানিয়েছেন। তারা জুমার নামাজের পর বিক্ষোভের ডাক দিয়েছেন। মুসলিম নেতাদের দাবি, নিরাপত্তা রক্ষার অজুহাতে ইসরায়েল মসজিদ এলাকায় তাদের দখল প্রতিষ্ঠা করতে চাইছে। রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৭/শাহেদ