আন্তর্জাতিক

সামরিক বাহিনীতে ‘তৃতীয় লিঙ্গ’ নিষিদ্ধের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের কাজ করার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক অনুমোদন পাওয়া নীতির আলোকে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তিরা সশস্ত্র বাহিনীতে সরাসরি কাজের সুযোগ পায়। তবে নীতিটি এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি, তার ওপর পর্যালোচনা চলছে। গত মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মাট্টিস জানান, সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সরাসরি কাজের সুযোগ দেওয়ার নীতিতে চূড়ান্ত অনুমোদন দেওয়ার বিষয়টি নিয়ে তিনি এখনো ভাবছেন। কিন্তু বুধবার ধারাবাহিক টুইটে ট্রাম্প জানিয়ে দিলেন যেকোনো কায়দায় তৃতীয় লিঙ্গের কেউ-ই সামরিক বাহিনীতে আর কাজ করতে পারবে না। তবে তার সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। হোয়াইট হাউস বিষয়টি নিয়ে কাজ করছে। ধারবাহিক টুইটে ট্রাম্প বলেন, ‘জেনারেল ও সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে সলাপরামর্শ করার পর আনন্দের সঙ্গে আদেশ দিচ্ছি, যেকোনো সক্ষমতার নিরিখে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের কাজ করার ক্ষেত্রে অনুমতি বা সমর্থন দেবে না মার্কিন সরকার।’ তিনি আরো বলেন, ‘আমাদের সামরিক বাহিনী অবশ্যই চূড়ান্ত ও অভূতপূর্ব বিজয়ের দিকে মনোনিবেশ করবে এবং তারা বিশাল পরিমাণের মেডিক্যাল ব্যয়ের বোঝা নিতে পারে না ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য সামরিক বাহিনীতে কোনো ঝঞ্ঝাটও তারা বরদাস্ত করতে পারে না।’ সামরিক বাহিনীতে সক্রিয় তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের বেলায় কী ঘটতে চলেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা হাকাবে স্যান্ডার্স। তবে তিনি বলেন, আইনের ভিত্তিতে সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ শুরু করেছে হোয়াইট হাউস ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্যান্ডার্স বলেন, তৃতীয় লিঙ্গের সেনারা সামরিক বাহিনীর প্রস্তুতিতে ব্যাঘাত ঘটায় এবং ইউনিটের মনযোগ নষ্ট করে। তবে তিনি দাবি করেন, সামরিক বাহিনীর সিদ্ধান্তের ভিত্তিতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের বাদ দেওয়া হচ্ছে। সামরিক বাহিনীর ভালোর জন্যই প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা টিমের পরামর্শে এ কাজ করা হচ্ছে। অধিকারকর্মীরা ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তথ্যসূত্র : সিএনএন ও বিবিসি অনলাইন রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৭/রাসেল পারভেজ