আন্তর্জাতিক

সিঙ্গাপুরে ডিপথেরিয়ায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গাপুরে ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির গত ২৫ বছরের ইতিহাসে ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যু। সিঙ্গাপুরের সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস জানিয়েছে, ওই শ্রমিক ৭ নম্বর ইশুন অ্যাভিনিউর একটি  বাসায় থাকতো এবং তিবান গার্ডেনস এলাকায় কাজ করতো। গত ৩০ জুলাই জ্বর ও গলা ফোলা নিয়ে সে খু তেক পুয়াট হাসপাতালে (কেটিপিএইচ) ভর্তি হয়। চারদিন চিকিৎসার পর ৩ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই শ্রমিক সম্প্রতি সিঙ্গাপুরের বাইরে কোথাও যায়নি। এর মানে হচ্ছে সে সিঙ্গাপুরেই এই রোগে আক্রান্ত হয়েছে। তবে মন্ত্রণালয় ওই শ্রমিকের নাম প্রকাশ করেনি। মন্ত্রনালয় জানিয়েছে, সিঙ্গাপুরের বাসিন্দাদের মধ্যে ডিপথেরিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা খুবই কম। কারণ এদেশে ১৯৬২ সাল থেকে বাধ্যতামূলক টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের এই টিকা দেওয়া হয়। তবে এতোদিন বিদেশি শ্রমিকদের বেলা এ বিষয়ে কোনো বাধ্যকতা ছিল। কারণ এ টিকা সাধারণত বিভিন্ন দেশে শিশুকালেই দেওয়া হয়। সিমপাং লজ-২ এ থাকা বাংলাদেশি শ্রমিক আল জাহাঙ্গির জানিয়েছেন,  তিনি যেখানে থাকেন সেখানে অসংখ্য শ্রমিক রয়েছে। তাই এখানে এটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি। রাইজিংবিডি/ঢাকা/৬ আগস্ট ২০১৭/শাহেদ