আন্তর্জাতিক

ইইউ কূটনীতিকের সঙ্গে ইরানের এমপিদের সেলফির হিড়িক

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনৈতিক বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনির সঙ্গে সেলফি তুলেতে রীতিমতো পাল্লায় নেমেছিলেন ইরানের পার্লামেন্ট সদস্যরা (এমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে পার্লামেন্ট সদস্যদের এই কীর্তি প্রকাশের পর দেশটিতে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার তেহরানে গিয়েছিলেন  মোঘেরিনি। অনুষ্ঠানের পর পার্লামেন্ট সদস্যরা মোঘেরিনিকে ঘিরে ধরেন। এক পর্যায়ে মোঘেরিনি তাদের আচরণে রীতিমতো বিব্রত বোধ করতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পার্লামেন্ট সদস্যদের এই আচরণকে অপমানজনক বলে মন্তব্য করেছেন কেউ কেউ। ইরানের সরকারি বার্তা সংস্থা ফার্স একটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, পার্লামেন্ট সদস্যদের এ ধরণের ‘অদ্ভূত আচরণে’ মোঘেরিনির চেহারায় অসন্তোষ ফুটে উঠেছে। আলি রেজা সালামি নামে এক পার্লামেন্ট সদস্য এ আচরণকে ‘পশ্চিমাদের কাছে আত্মসমর্পন’ বলে মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট রুহানির সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা হেসাম আসহেনা বলেছেন, ‘এটি যতোটা না রাজনৈতিক তার চেয়ে বেশি সাংস্কৃতিক সমস্যা। ওই সেলফি তোলায় যেসব পার্লামেন্ট সদস্য ছিলেন তাদের প্রত্যেককে গুরুত্বের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা উচিৎ।’ রাইজিংবিডি/ঢাকা/৬ আগস্ট ২০১৭/শাহেদ