আন্তর্জাতিক

ফিলিপাইনে ৬.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে  ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা ২৮ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস প্রথমে জানিয়েছিল, ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৬। ভূমিকম্পটির কেন্দ্র রাজধানী থেকে ১০ দশমিক সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাতাঙ্গাস প্রদেশের নাসুগবু এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৬৮ কিলোমিটার। ফিলিপাইন ইনিস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি পরে জানায়, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৩। রাজধানী ম্যানিলাতেও কম্পন অনুভূত হয়েছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।ভূমিকম্পের পরপর ম্যানিলার বাসিন্দা ও অফিসের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত রাস্তায় বের হয়ে আসে। তাৎক্ষনিকভাবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। রাইজিংবিডি/ঢাকা/১১ আগস্ট ২০১৭/শাহেদ