আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় সেনাসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি বাজারের সামনে আত্মঘাতী বোমা হামলায় আট সেনাসহ ১৫ জন নিহত হয়েছে। শনিবার কোয়েটা শহরে এ ঘটনা ঘটে। সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে। প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, আধাসামরিক বাহিনীর একটি টহল দল সড়ক দিয়ে যাওয়ার সময় হামলা চালানো হয়। ওই দলটি এ হামলার লক্ষ্য ছিল বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।   বুগতি বলেন, ‘এ পর্যন্ত আমরা ১৫ জন শহীদ এবং কমপক্ষে ৪০ জন আহত হওয়ার খবর জানতে পেরেছি।’ কোয়েটা শহরের বোমা নিস্ক্রিয়কারী শাখার প্রধান আসলাম তারিন জানিয়েছেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যের আলোকে জানা গেছে, এক মোটরসাইকেল আরোহী সামরিক ট্রাকটির কাছে এসে বোমার বিস্ফোরণ ঘটায়। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, নিহত ১৫ জনের মধ্যে আটজন সেনা ও সাতজন বেসামরিক নাগরিক। এদিকে, আইএস হামলার দায় স্বীকার করেছে। একইসঙ্গে তারা দাবি করেছে, এক মোটরসাইকেল আরোহী আত্মঘাতী হামলা চালিয়েছে। এতে পাকিস্তান সেনাবাহিনীর ১৭ সদস্য নিহত হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৭/শাহেদ