আন্তর্জাতিক

সিরিয়ায় রুশ হামলায় ২০০ আইএস যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) দুই শতাধিক যোদ্ধা নিহত হয়েছে। দেইর আয-জোর প্রদেশে এ হামলা চালানো হয়েছিল বরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে। রুশ মন্ত্রণালয় বলছে, রাক্কা প্রদেশের দক্ষিণাংশ ও হোমসের পশ্চিমাংশে পরাজিত আইএস যোদ্ধারা দেইর আয-জোর প্রদেশে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। ওই দুটি অঞ্চল থেকে সিরিয়ার স্থলবাহিনী ও রুশ বিমান বাহিনী যৌথ হামলা চালিয়ে আইএসকে বিতাড়ক করতে সক্ষম হয়েছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে, বিমান হামলায় আইএসের অন্তত ২০টি ভারী অস্ত্রসজ্জিত গাড়ি ধ্বংস হয়েছে। এছাড়া, কয়েকটি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। তবে কবে এই হামলা চালানো হয়েছে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। প্রসঙ্গত, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার বিমান বাহিনী গত বছর থেকে আইএসের ওপর হামলা শুরু করেছে। ইতিমধ্যে আসাদবিরোধীদের ওপর হামলায় বেশ সাফল্য অর্জন করেছে রুশ বাহিনী। রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৭/শাহেদ