আন্তর্জাতিক

মার্কিন সেনাদের জন্য আফগানিস্তান কবরস্থানে পরিণতের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিলে আফগান তালেবান বলেছে, আমেরিকান সেনাদের জন্য আফগানিস্তান কবরস্থানে পরিণত হবে। ট্রাম্প আফগানিস্তানে নতুন করে আরো মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দেওয়ার পর মঙ্গলবার তালেবানের পক্ষ থেকে এ হুমকি দেওয়া হলো। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘আমেরিকা যদি আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার না করে তাহলে শিগগিরই আফগানিস্তান এই সুপার পাওয়ারের জন্য একবিংশ শতাব্দির কবরস্থানে পরিণত হবে।’ সোমবার রাতে ওয়াশিংটনের কাছে এক সামরিক ঘাঁটিতে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছেন, প্রকৃতপক্ষে তিনি আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বাহিনীকে ফিরিয়ে আনতে চান। কিন্তু তার পরিবর্তে সেখানে অবস্থান করে ‘যুদ্ধ জয়’ করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ ইরাকে যে ভুল হয়েছে তা এড়াতে চান তিনি। তার এ সিদ্ধান্তের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে হামলায় ইচ্ছুক ইসলামি জঙ্গিদের নিরাপদ স্বর্গ হয়ে ওঠা থেকে আফগানিস্তানকে রক্ষা করা।   বর্তমানে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আট হাজার ৪০০ সেনা মোতায়েন আছে। ২০১০ ও ২০১১ সালে দেশটি থেকে ব্যাপক সংখ্যক মার্কিন সেনা প্রত্যাহার করা হয়। ট্রাম্পের ঘোষণার পর তালেবানের এক জ্যেষ্ঠ কমান্ডার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘তিনি (ট্রাম্প) কেবল মার্কিন সেনাদের প্রাণক্ষয় করছেন। আমরা জানি কীভাবে আমাদের দেশকে রক্ষা করতে হয়। এটি কোনো কিছুই পরিবর্তণ করতে পারবে না।’ তিনি বলেন, ‘প্রজন্ম থেকে প্রজন্ম ধরে আমরা এই লড়াই চালিয়ে আসছি। আমরা ভীত নই, আমরা নবীন এবং শেষনিশ্বাস পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব।’ রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৭/শাহেদ