আন্তর্জাতিক

বিমান হামলায় সানায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে বিমান হামলায় কমপক্ষে ৩৫জন নিহত হয়েছে। রাজধানী সানার কাছে সৌদি জোট এ বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুতি বিদ্রোহীরা। বুধবার হুতিদের নিয়ন্ত্রিত একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলে এ তথ্য জানানো হয়েছে। আলমাসিরা নামের ওই চ্যানেলটি বলেছে, ‘আরহাব এলাকায় একটি হোটেলে বিমান হামলায় ৩০জনেরও বেশি শহীদ হয়েছে।’ সানার উত্তরের ওই এলাকাটিতে আরো অর্ধশত আহত হয়েছে বলেও জানিয়েছে চ্যানেলটি। ইয়েমেন রেডক্রিসেন্টের সানা শাখার প্রধান হুসেইন আল তাউইল নিহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, মৃতদেহগুলো ধ্বংসস্তুপ থেকে টেনে বের করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে সৌদি জোটের তাৎক্ষনিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম ইয়েমেন পোস্টের সাংবাদিক হাকিম আল মাসমারি জানিয়েছেন, শহরের কয়েকটি স্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। তিনি বলেন, ‘ইয়েমেন সম্ভবত সৌদি জোটের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ দেখলো।’ হাকিম বলেন, ভোরে একটি মোটেলকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। মধ্যরাত থেকে সানা ও এর আশেপাশের এলাকায় যে ২৫টি বিমান হামলা চালানো হয়, এটি ছিল তার অংশ।সানার প্রতিটি অংশে বিমান হামলা চালানো হয়েছে। এটা ছিল মৃত্যুর রাত।’ রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৭/শাহেদ