আন্তর্জাতিক

ভারতের ৪৫তম প্রধান বিচারপতি হলেন দিপক মিশ্র

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ৪৫তম প্রধান বিচারপতি হলেন বিচারপতি দিপক মিশ্র। সোমবার রাষ্ট্রপতি ভবনের দরবার হলে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। জে এস খেহরের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পেলেন তিনি। সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি জে এস খেহরের মেয়াদ শেষ হয় রোববার। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। জে এস খেহরের পর ভারতের সুপ্রিম কোর্টের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হিসেবে প্রধান বিচারপতি হলেন দিপক মিশ্র। এই পদে ওডিশা রাজ্যের তৃতীয় ব্যক্তি তিনি। এর আগে ওডিশার রঙ্গনাথ মিশ্র ও জি বি পট্টনায়েক প্রধান বিচারপতি ছিলেন। ২০১৮ সালের ২ অক্টোবর প্রধান বিচারপতি পদে দিপক মিশ্রের মেয়াদ শেষ হবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৭/রাসেল পারভেজ