আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার সকালে সুমাত্রার পশ্চিম উপকূলে পাডাং শহর থেকে ৭৫ কিলোমিটার পশ্চিমে এটি আঘাত হানে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট। সুমাত্রার পূর্বে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৫টা ৬ মিনিটে এটি আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৪৯ দশমিক ৫ কিলোমিটার। ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, কোনো সুনামির সম্ভাবনা নেই। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, তাৎক্ষনিকভাবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। জন নেডি নামে পাডাংয়ের এক বাসিন্দা জানিয়েছেন, ভূমিকম্পের পরপর লোকজন আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে বের হয়ে যায়। এদের অধিকাংশ এখনো বাড়িতে ফিরতে চাচ্ছে না। তিনি বলেন, ভূমিকম্পটি ছিল বেশ শক্তিশালী। কিছু লোক বলছে, এখন বাড়ি ফেরা নিরাপদ তবে অধিকাংশই জানিয়েছে তারা এখনো সন্ত্রস্ত বোধ করছে। রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৭/শাহেদ