আন্তর্জাতিক

‘পাকিস্তানের চেয়ে উ. কোরিয়ার পরমাণু প্রযুক্তি উন্নত’

আন্তর্জাতিক ডেস্ক : ‘পাকিস্তানের চেয়ে উত্তর কোরিয়ার পরমাণু প্রযুক্তি অনেক বেশি উন্নত।’ পাকিস্তানের পরমাণু বোমার জনক আবদুল কাদির খান সোমবার বিবিসি উর্দুকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তবে কাদির খান পরিষ্কার ভাষায় বলেছেন, পরমাণু প্রযুক্তি বিষয়ে ইসলামাবাদ কখনো পিয়ংইয়ংকে সাহায্য করেনি। খুবই পারদর্শী একদল পরমাণু বিজ্ঞানী থাকায় উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্রের বিষয়ে নির্ভার হতে পেরেছে বলে মনে করেন তিনি। উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা পরীক্ষায় সফলতা দাবি করার পরদিন কাদির খান এসব মন্তব্য করলেন। এটি ছিল তাদের ষষ্ঠ পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। বলা হচ্ছে, উত্তর কোরিয়া এ পর্যন্ত যত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল এটি। স্মৃতিচারণ করে কাদির খান বলেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি পর্যবেক্ষণে দুইবার উত্তর কোরিয়ায় গিয়েছিলেন তিনি। তখন তিনি দেখেছিলেন, তাদের পরমাণু প্রযুক্তি পাকিস্তানের চেয়ে অনেক উন্নত। তিনি আরো বলেন, ‘উত্তর কোরিয়ার পরমাণু বিজ্ঞানীরা উচ্চ দক্ষতাসম্পন্ন এবং তাদের অধিকাংশই রাশিয়ায় শিক্ষা গ্রহণ করেছেন।’ রাশিয়া ও চীন কখনোই উত্তর কোরিয়াকে একা ছাড়বে না বলে বিশ্বাস করেন কাদির খান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ বছরব্যাপী যুদ্ধে এই দুই দেশ ভিয়েতনামকে সমর্থন করেছিল। ২০০৪ সালে কাদির খান স্বীকার করেছিলেন, উত্তর কোরিয়া, ইরান ও লিবিয়ায় পরমাণু প্রযুক্তি সরবরাহ করেছিল পাকিস্তান এবং এ-বিষয়ক দক্ষতাও বিনিময় করেছিল তারা। সোমবার জানতে চাওয়া হলে তিনি বিষয়টিকে পাত্তা দেননি। তিনি বলেন, ‘এটি এখন প্রশ্নাতীত। আমাদের চেয়ে তাদের অনেক ভালো প্রযুক্তি রয়েছে। কিন্তু আমাদের সেই পুরোনো এবং রীতিসিদ্ধ অস্ত্রই আছে।’ ক্ষেপণাস্ত্র কার্যক্রম নিয়ে পাকিস্তানের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্কের বিষয়টি সহজ-সরল সাধারণ জ্ঞান। তিনি বলেন, ‘উপরন্তু পাকিস্তান সরকারই ঘোষণা দিয়েছিল, আমাদের সঙ্গে উত্তর কোরিয়ার যোগাযোগ রয়েছে।’ তথ্যসূত্র : ডন অনলাইন

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ সেপ্টেম্বর ২০১৭/রাসেল পারভেজ