আন্তর্জাতিক

দেইর আয-যোরের অবরোধ ভেঙ্গেছে সিরিয়া বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : দেইর আয-যোর নগরীর অবরোধ ভাঙ্গতে সক্ষম হয়েছে সিরিয়ার সেনাবাহিনী। দেশটির পূর্বাঞ্চলীয় এই নগরীতে তিন বছর ধরে কঠোর অবরোধ আরোপ করে রেখেছিল সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, রাশিয়ার বিমান হামলার সমর্থন নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়ার সেনাবাহিনী মিত্র বাহিনীর সঙ্গে যৌথভাবে দেইর আয-যোর নগরীর দিকে অগ্রসর হয়। মঙ্গলবার নগরীর পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠে পৌঁছে যায় সরকারি বাহিনী। প্রচণ্ড লড়াইয়ের পর প্রায় তিন বছরের অবরোধ কার্যকরভাবে ভেঙ্গে ফেলা হয়। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস  জানিয়েছে, ব্রিগেড ১৩৭ ঘাঁটি থেকে ইসলামিক স্টেটের পেতে রাখা মাইন নিষ্ক্রিয় করছে সরকারি বাহিনী। সিরিয়া বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আলি মেহাব বলেছেন, ‘আমাদের বাহিনী আইএসআইএলের প্রতিরক্ষা লাইন ভেঙ্গে ফেলতে সক্ষম হয়েছে এবং দেইর আয-যোরে আমাদের যেসব যোদ্ধারা অবস্থান নিয়েছিল তাদের সঙ্গে যোগ দিয়েছে।’ রাইজিংবিডি/ঢাকা/৫ সেপ্টেম্বর ২০১৭/শাহেদ