আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় সর্বোচ্চ চাপ প্রয়োগে ট্রাম্প-জিনপিং মতৈক্য

আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু কর্মসূচি বন্ধে উত্তর কোরিয়ার ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার দুই রাষ্ট্রপ্রধান টেলিফোন আলাপে এ বিষয়ে একমত হয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। বিবৃতিতে হোয়াইট হাউজ বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উত্তর কোরিয়ার অব্যাহত যুদ্ধের হুমকি এবং এর উত্তর-পূর্ব এশিয়াকে অচল করে দেওয়ার চেষ্টার বিষয়ে কথা বলেছেন ট্রাম্প ও জিনপিং। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে উত্তর কোরিয়ার ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যাপারে দুই নেতা প্রতিশ্রুতি দিয়েছেন। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া অবশ্য বলেছে, ট্রাম্প ও জিনপিং কোরীয় উপদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তবে এ বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য জানায়নি সংবাদমাধ্যমটি। উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীন। তাই দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধে চীনের পদক্ষেপ জোরালো করতে গত জুলাই থেকে এ পর্যন্ত চারবার টেলিফোনে জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। রাইজিংবিডি/ঢাকা/১৯ সেপ্টেম্বর ২০১৭/শাহেদ