আন্তর্জাতিক

মেক্সিকোয় ভূমিকম্প : প্রাণের সন্ধানে প্রাণপণ প্রচেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোয় ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে জীবিত প্রাণের সন্ধানে চলছে প্রাণপণ প্রচেষ্টা। স্থানীয় সময় মঙ্গলবার রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কয়েক ডজন ভবন ধ্বংস হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ২৩০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে মেক্সিকো সরকার। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন। গুঁড়িয়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া কেউ জীবিত থাকলে, তাদের উদ্ধার করাই এখন বড় চ্যালেঞ্জ। কিন্তু কে কোথায় আটকা পড়ে আছে, কত সময় তারা টিকে থাকতে পারবে- এসব আশঙ্কা মাথায় রেখেই কাজ করছেন উদ্ধারকারীরা। ভূমিকম্পে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির একটি স্কুলভবন ধসে পড়ে। এ স্কুলের ২১ শিক্ষার্থীসহ ২৮ জন মারা গেছে। ভবনের ধ্বংসস্তূপের নিচে এক ছাত্রী আটকা পড়ে আছে। তাকে উদ্ধারে চেষ্টা করে যাচ্ছেন উদ্ধারকারীরা। কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছে, স্কুলের ধসে পড়া ভবনের মধ্যে একটি টেবিলের নিচে মেয়েটি আটকা পড়ে থাকতে পারে। তার বয়স ১৩ বছর। ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হওয়ায় মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো দেশজুড়ে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। উদ্ধারাভিযান দ্বিতীয় রাতে গড়িয়েছে। উদ্ধারকর্মীদের সঙ্গে স্থানীয় শত শত লোক যোগ দিয়েছে। মঙ্গলবার ভূমিকম্পের পর দফায় দফায় পরাঘাত (আফটার শক) হতে থাকে। যে কারণে লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় ও খোলা স্থানে চলে আসে। অনেক পরিবার ছোট ছোট শিশুদের নিয়ে রাস্তায় রাতদিন পার করছে। ক্ষতিগ্রস্ত ভবনে কাউকে থাকতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। লিফট ব্যবহার না করতে বলা হয়েছে।

   

রাইজিংবিডি/ঢাকা/২১ সেপ্টেম্বর ২০১৭/রাসেল পারভেজ