আন্তর্জাতিক

বালি থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৫০ হাজার বাসিন্দাকে

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি সক্রিয় আগ্নেয়গিরির কাছাকাছি এলাকার বাড়িগুলো থেকে প্রায় ৫০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। মাউন্ট আগুং নামের ওই আগ্নেয়গিরিটির উদগিরিনের বিষয়ে শুক্রবার কর্মকর্তারা সতর্কতা জারি করেছিলেন। এরপরই স্থানীয়দের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। বালির প্রধান পর্যটন এলাকা কুটা থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূর অবস্থিত মাউন্ট আগুং । গত আগস্ট থেকে আগ্নেয়গিরিটির মধ্যে কম্পন শুরু হয়। এর ফলে দুর্যোগ কর্মকর্তারা ৫০ বছরেরও বেশি সময় পরে আগ্নেয়গিরিটি থেকে অগ্নুৎপাতের আশঙ্কা করছেন। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা সোমবার জানিয়েছে, ৪৮ হাজার ৫০০ লোক ওই এলাকা ছেড়ে চলে গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে। কারণ ওই বিপজ্জনক এলাকায় ৬০ হাজারেরও বেশি লোক বাস করে। দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতোপো পারু নাগরোহো বলেছেন, ‘এখনো অনেক লোক রয়েছে যারা সরে আসতে চাচ্ছে না। এর কারণ হচ্ছে প্রথমত, আগ্নেয়গিরিটি এখনো অগ্নুৎপাত করেনি। দ্বিতীয়ত, তারা তাদের গবাদি পশু নিয়ে উদ্বিগ্ন। সর্বশেষ ১৯৬৩ সালে মাউন্ট আগুং অগ্নুৎপাত করেছিল। ওই সময় এ ঘটনায় নিহত হয়েছিল এক হাজারেরও বেশি লোক। রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৭/শাহেদ