আন্তর্জাতিক

ফিলিস্তিনির হামলায় তিন ইসরায়েলি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে এক ফিলিস্তিনির গুলিতে তিন ইসরায়েলি নিহত হয়েছে। মঙ্গলবার পশ্চিম তীরে ইহুদি বসতি হার আদারার প্রবেশ মুখে এ ঘটনা ঘটে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, নিমার জামাল নামে ওই ফিলিস্তিনি স্থানীয় সময় সকাল ৭টায় হার আদরার প্রবেশ মুখে আসে। ওই সময় ফিলিস্তিনি শ্রমিকদের অনুমতি পত্র দেখে ভেতরে প্রবেশের জন্য ফটক খুলছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নিমারের গতিবিধি দেখে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্দেহ করে। এসময় সে জামার ভেতর থেকে পিস্তল বের করে গুলি ছোড়ে। এতে দুই পুলিশ সদস্য ও বেসামরিক নিরাপত্তা কর্মী নিহত হয়। এছাড়া আহত হয় আরো একজন। পরে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয় হামলাকারী নিমারও। পুলিশ আরো জানিয়েছে, নিমারের উল্লেখযোগ্য ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা ছিল। সেই দুই সন্তানের জনক। পারিবারিক সহিংসতার কারণে কয়েক সপ্তাহ আগে তার স্ত্রী জর্ডানে পালিয়ে গেছে। এমন সময় এ হত্যাকাণ্ড ঘটলো যখন ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত জ্যাসন গ্রিনব্লাট জেরুজালেম সফর করছেন। রাইজিংবিডি/ঢাকা/২৬ সেপ্টেম্বর ২০১৭/শাহেদ