আন্তর্জাতিক

কলেরা মৃত্যু ঠেকাতে ফ্রান্সে বৈঠকে স্বাস্থ্য কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক : ২০৩০ সালের মধ্যে বিশ্বে কলেরায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা ৯০ শতাংশ কমিয়ে আনতে ফ্রান্সে বৈঠকে বসতে যাচ্ছে বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্মকর্তারা। পানিবাহিত এই রোগটির কারণে প্রতিবছর বিশ্বে প্রায় এক লাখ লোক মারা যায়। এবারই প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন দেশের সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিভিন্ন সাহায্য সংস্থা ও দাতারা এ ধরণের উদ্যোগ নিলো। মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে অব্যাহত যুদ্ধের কারণে কলেরা মহামারী আকার ধারণ করেছে। আর এ কারণে কলেরায় মৃত্যু ঠেকাতে সংস্থাগুলো এ বৈঠকে বসতে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বিশ্বের প্রায় ২০০ কোটি লোক নিরাপদ পানি সুবিধা থেকে বঞ্চিত এবং কলেরায় আক্রান্তের ঝুঁকিতে রয়েছে। দাতব্য সংস্থা ওয়াটারএইড জানিয়েছে, পানি, স্বাস্থ্যসম্মত টয়লেট ও পরিচ্ছন্নতার জন্য জনপ্রতি মাত্র ৪০ মার্কিন ডলার প্রয়োজন। সংস্থাটির প্রধান নির্বাহী টিম ওয়েইরাইট বলেছেন, ‘এটা বিস্ময়করভাবে মেটানোযোগ্য।’ তিনি বলেন, ‘ এই প্রতিরোধযোগ্য রোগটি এখনো প্রতিবছর বিশ্বের ২৯ লাখ লোক অসুস্থ করছে এবং বৈশ্বিক লজ্জার চিহ্ন হিসেবে ৯৫ হাজার লোককে হত্যা করছে।’ রাইজিংবিডি/ঢাকা/৪ অক্টোবর ২০১৭/শাহেদ