আন্তর্জাতিক

নিতম্বে হাত দেওয়ায় ব্রিটিশ পর্যটকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : দুর্ঘটনাক্রমে এক পুরুষের নিতম্বে হাত দেওয়ায় দুবাইয়ে এক ব্রিটিশ পর্যটকের তিন বছরের কারাদণ্ড হতে পারে। ওই পর্যটকের প্রতিনিধির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ডিটেইনড ইন দুবাই নামে এক ক্যাম্পেইন গ্রুপ জানিয়েছে, ব্রিটিশ ওই পর্যটকের নাম জ্যামি হ্যারন। তিনি স্কটল্যান্ডের স্টারলিংয়ের বাসিন্দা এবং পেশায় ইলেকট্রিশিয়ান।  গত জুলাইয়ে এক বন্ধুর সঙ্গে তিনি একটি জনাকীর্ণ বারে গিয়েছিলেন। হাতে থাকা পানীয় গ্লাসটিতে যাতে কোনো ধাক্কা না লাগে সেজন্য তিনি তার একটি হাত সামনে এগিয়ে রেখেছিলেন। এক পর্যায়ে ধাক্কা এড়াতে যেয়ে এক ব্যক্তির নিতম্বে তার হাত লেগে যায়। এর ২০ থেকে ৩০ মিনিটের মাথায় রক বটম নামে ওই বারে পুলিশ উপস্থিত হয় এবং হ্যারনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মদ পান ও জনসম্মুখে অশালীনতার অভিযোগ আনা হয়েছে। তাকে আল বারশা কারাগারে আটক রাখা হয় এবং পাসপোর্ট জমা রাখার পর জামিনে মুক্তি দেওয়া হয়। ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ‘গত জুলাইয়ে দুবাইয়ে গ্রেপ্তার এক ব্রিটিশ নাগরিকের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। আমরা তাকে কনস্যুলার সহযোগিতা দিচ্ছি। রাইজিংবিডি/ঢাকা/৭ অক্টোবর ২০১৭/শাহেদ