আন্তর্জাতিক

পররাষ্ট্রমন্ত্রীকে মেধা পরীক্ষার চ্যালেঞ্জ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে মেধা পরীক্ষার চ্যালেঞ্জ জানিয়েছেন। ফোর্বস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ চ্যালেঞ্জ জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রনীতি বিষয়ক কিছু পদক্ষেপ  নিয়ে টিলারসনের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব চলছিল। ট্রাম্পের এই মন্তব্য দুজনের এই দ্বন্দ্বের বিষয়টি নতুন করে সামনে নিয়ে এলো। ফোর্বস ম্যাগাজিনের পক্ষ থেকে ট্রাম্পে কাছে জানতে চাওয়া হয়, টিলারসনকে তাকে নির্বোধ বলেছেন এবং এ বিষয়ে তার মন্তব্য কী। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এটা ভুয়া সংবাদ।তবে তিনি যদি এ ধরণের কিছু বলে থাকেন, আমার মনে হয় আমাদের মেধা পরীক্ষায় বসা প্রয়োজন। আমি বলতে পারব, কে জিততে যাচ্ছে।’ গত সপ্তাহে খবর বের হয়, টিলারসন পদত্যাগ করতে যাচ্ছেন। ওই সময় তিনি সংবাদ সম্মেলনে এ খবর সত্য নয় বলে দাবি করেন। তবে এনবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছিল, ট্রাম্পকে নির্বোধ বলে আখ্যা দিয়েছেন টিলারসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অবশ্য এ প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেননি। রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৭/শাহেদ