আন্তর্জাতিক

হামাস-ফাতাহর ঐক্য চুক্তি স্বাক্ষরিত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠী হামাস ও ফাতাহর মধ্যে ঐক্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দীর্ঘদিনের বিভাজন দূর করে ঐক্য সরকার গঠনের উদ্দেশ্যে কয়েক দিন আগে সমঝোতায় পৌঁছায় ফিলিস্তিন ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী এই দুই গোষ্ঠী। বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোয় দুই পক্ষের মধ্যে ঐক্য চুক্তি স্বাক্ষরিত হয়। আলজাজিরা অনলাইনের ব্রেকিং নিউজে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার কায়রোয় বৈঠক শুরু করে হামাস ও ফাতাহর প্রতিনিধিরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঐক্য চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে মধ্যস্থতা করেছে মিশর। ২০১১ সালে দুই গোষ্ঠীর মধ্যে একটি ঐক্য চুক্তি ছিল, বৃহস্পতিবার মূলত সেটিরই নবায়ন হলো। ফাতাহর জ্যেষ্ঠ নেতা আজম আল-আহমদ ও হামাসের প্রতিনিধি সালেহ আল-অরৌরি চুক্তিতে সাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, চুক্তির দিন থেকে আগামী এক বছরের মধ্যে আইন পরিষদ, জাতীয় পরিষদ প্রেসিডেন্ট নির্বাচন হবে। ফিলিস্তিনের গাজা উপত্যকা হামাস ও পশ্চিমতীর ফাতাহ নিয়ন্ত্রণ করে। ফাতাহর নেতা ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন  

রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৭/রাসেল পারভেজ