আন্তর্জাতিক

বিশ্বমঞ্চের কেন্দ্রে যাওয়া উচিত চীনের : জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট শি জিনপিং চীনকে ‘আধুনিক সমাজতান্ত্রিক দেশ’ হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, চীনের উন্নয়ন একটি নতুন যুগে প্রবেশ করেছে এবং একে বিশ্বমঞ্চের কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত। চীনা কমিউনিস্ট পার্টির ১৯তম জাতীয় মহাসম্মেলনের (কংগ্রেস) উদ্বোধনী ভাষণে তিনি এ কথা বলেছেন। চীনা প্রেসিডেন্ট বলেন, ‘কয়েক দশক ধরে কঠোর পরিশ্রমের বদৌলতে চীনা চরিত্রের সঙ্গে সমাজতন্ত্র একটি নতুন যুগে প্রবেশ করেছে।’ তিন ঘন্টা ধরে দেওয়া ভাষণে শি জিনপিং চীনের সাম্প্রতিক অর্জনগুলো তুলে ধরেছেন। তিনি বলেছেন, চীন এখন বিশ্বের বৃহৎ শক্তিতে পরিণত হয়েছে এবং মানব ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।  কমিউনিস্ট শাসনে উৎপাদনের চীনা মডেল ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন, এটি অন্য উন্নয়নশীল দেশগুলোকে বাছাই করে নতুন কিছু গ্রহণের সুযোগ দিয়েছে। তিনি বলেন, ‘ মানবকল্যাণে বড় অবদানের জন্য এখন সময় এসেছে আমাদেরকে বিশ্বমঞ্চের কেন্দ্রে নিয়ে যাওয়ার।’ প্রতি পাঁচ বছর অন্তর চীনা কমিউনিস্ট পার্টির এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। জিনপিংয়ের ভাষণে এটা পরিষ্কার যে, দেশটিতে আপাতত কোনো রাজনৈতিক সংস্কার হচ্ছে না। ২০১২ সালে দলের ও দেশের দায়িত্ব পাওয়া শি জিনপিং পরবর্তী পাঁচ বছরও দলীয় প্রধান হিসেবে থাকছেন বলে ধারণা করা হচ্ছে। রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৭/শাহেদ/রাসেল পারভেজ