আন্তর্জাতিক

‘পরমাণু সমঝোতা টুকরো টুকরো করবে ইরান’

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আল খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যায়, তাহলে ইরান সেটিকে টুকরো টুকরো করবে। বুধবার তেহরানে ছাত্রদের এক সমাবেশে তিনি এ কথা বলেছেন। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যের পাঁচদিন পর খামেনি এ কথা বললেন। ইরানের ধর্মীয় নেতা বলেন, ‘ আমি মূর্খ প্রেসিডেন্টের বাগাড়ম্বরপূর্ণ মিথ্যা কথার জবাব দিতে চাই না। ট্রাম্পের নির্বুদ্ধিতায় আমাদের যুক্তরাষ্ট্রের প্রতারণাপূর্ণ আচরণ ভুলে যাওয়া উচিৎ নয়। যুক্তরাষ্ট্র যদি পরমাণু সমঝোতা ছিঁড়ে ফেলে তাহলে আমরা সেটিকে টুকরো টুকরো করব। প্রত্যেকেরই জানা উচিৎ আবারও যুক্তরাষ্ট্র তার গালে চড় খেতে যাচ্ছে এবং তারা ইরানিদের কাছে পরাজিত হবে।’ ইসলামিক স্টেট সম্পর্কে তিনি বলেন, আইএসের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এ কারণে যারাই আইএসের মোকাবেলা করছে তাদের ওপরই ক্ষুব্ধ হচ্ছে যুক্তরাষ্ট্র। রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৭/শাহেদ