আন্তর্জাতিক

কাবুলে মিলিটারি অ্যাকাডেমিতে হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে মিলিটারি অ্যাকাডেমির কাছে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ১৫ সামরিক ক্যাডেট নিহত হয়েছে। আহত হয়েছে আরো চারজন। শনিবার চারাহি কামবার এলাকায় মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির কাছে ক্যাডেটদের একটি বাস লক্ষ্য করে এ হামলা চালানো হয়। আফগান সামরিক বাহিনী জানিয়েছে, অ্যাকাডেমির ক্যাডেটদের বহনকারী বাস ছিল হামলার লক্ষ্যবস্তু। কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায় স্বীকার করেনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাওলাত ওয়াজারি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘সেনা সদস্যরা মার্শাল ফাহিম বিশ্ববিদ্যালয় থেকে যখন বের হচ্ছিল তখন একটি গাড়িতে করে আত্মঘাতী হামলাকারী তাদের ওপর হামলা চালায়। প্রশিক্ষণে আসা ১৫ সেনা নিহত হয়েছে এবং আরো চারজন আহত হয়েছে। এর আগে শনিবার সকালে কাবুলে রকেট হামালা চালানো হয়েছিল। তিনটি রকেট কাবুলে আঘাত হেনেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার কাবুল ও গহর প্রদেশের দুটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছিল। এতে কমপক্ষে ৭২ জন নিহত হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৭/শাহেদ