আন্তর্জাতিক

টিপু সুলতানকে ধর্ষক বললো বিজেপির সাংসদ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহিশূর রাজ্যের শাসনকর্তা টিপু সুলতানকে বর্বর, হত্যাকারী, কট্টরপন্থী ও ধর্ষক বলে মন্তব্য করছেন কর্নাটকের উত্তর কন্নড়ের বিজেপির সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে। শুক্রবার টুইটারে তিনি এ মন্তব্য করেছেন। আগামী ১০ নভেম্বর টিপু সুলতান জয়ন্তী পালন করার আয়োজন করেছে কর্নাটক সরকার। সমস্ত রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে সেই অনুষ্ঠানে। অনন্তকুমার হেগড়েকেও আমন্ত্রণ জানানো হয় সরকারের পক্ষ থেকে। কিন্তু তিনি সেই অনুষ্ঠানে যেতে সরাসরি অস্বীকার করেছেন। বিষয়টি জানিয়ে হেগড়ে রাজ্যের মুখ্যসচিবকে এ বিষয়ে চিঠিও পাঠিয়েছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে শুক্রবার তিনি টুইটারে লিখেছেন, ‘এক জন বর্বর, হত্যাকারী, কট্টরপন্থী, ধর্ষককে গৌরবান্বিত করার আয়োজন চলছে। এমন লজ্জাজনক অনুষ্ঠানে যেন আমাকে ডাকা না হয়, সে কথা রাজ্য সরকারকে জানিয়েছি।’ হেগড়ের এই মন্তব্যকে ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। তার এই মন্তব্যের সমালোচনা করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও। তিনি বলেছেন, ‘একজন মন্ত্রী হয়ে এমন মন্তব্য করা উচিত হয়নি হেগড়ের। সমস্ত কেন্দ্রীয় ও রাজ্য মন্ত্রীকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। সেই আমন্ত্রণ গ্রহণ বা বর্জন করা সম্পূর্ণ তাদের ব্যাপার।’ সিদ্দারামাইয়া আরও বলেন, ‘যে মানুষটি ব্রিটিশদের বিরুদ্ধে চারটি যুদ্ধে অংশ নিয়েছেন তাকে নিয়ে খামোখা রাজনীতি করা হচ্ছে।’ রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৭/শাহেদ