আন্তর্জাতিক

তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন আবে

আন্তর্জাতিক ডেস্ক : টানা তৃতীয়বারের মতো জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন শিনজো আবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনিই দেশটিতে সর্বাধিকবার নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছেন। রোববার রাতে আগাম নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৬৫ টি আসনের মধ্যে আবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৩১১টি আসন পেয়েছে। এর ফলে পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ আসন নিশ্চিত করতে সক্ষম হয়েছে আবের দল। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এনএইচকে ইতোমধ্যে শিনজো আবেকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছে। ২০১২ সালে জাতীয় নির্বাচনের মাধ্যমে প্রথমবারে মতো জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন আবে। ২০১৪ সালের ডিসেম্বরে আগাম নির্বাচন দিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন তিনি। দেশের অর্থনীতিতে ধসের কারণে সম্প্রতি জনপ্রিয়তা নিম্নমুখী হয়ে পড়ে আবের। এর পরিপ্রেক্ষিতে গত সেপ্টেম্বরে নতুন নির্বাচনের ঘোষণা দেন তিনি। রাইজিংবিডি/ঢাকা/২২ অক্টোবর ২০১৭/শাহেদ