আন্তর্জাতিক

বিশ্বে অস্তিত্বহীন ১১০ কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : দাপ্তরিকভাবে বিশ্বের ১১০ কোটিরও বেশি মানুষের কোনো অস্তিত্ব নেই। বাস্তবে তারা দৈনন্দিন কাজকর্ম করছে কোনো পরিচয়পত্র বিহীন অবস্থায়। কাগজপত্রে এই অস্তিত্বহীনতার কারণে এই মানুষগুলো বঞ্চিত হচ্ছে স্বাস্থ্য ও শিক্ষা সেবা থেকে। বিশ্বব্যাংক পরিচালিত ‘আইডেন্টিফিকেশন ফর ডেভেলপমেন্ট’ প্রকল্প থেকে সম্প্রতি এ বিষয়ে সতর্ক করেছে। রোববার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এসব ‘অদৃশ্য মানবদের’ অধিকাংশই বাস করে আফ্রিকা ও এশিয়া মহাদেশে। এদের এক তৃতীয়াংশই শিশু। সহিংসতাপূর্ণ দেশগুলোকে জন্ম নেওয়া এসব শিশুর জন্ম নিবন্ধন হয়নি। আর এ কারণেই তারা কাগজপত্রে অস্তিত্বহীন থেকে যাচ্ছে। আইডেন্টিফিকেশন ফর ডেভেলপমেন্ট প্রকল্পের ব্যবস্থাপক বৈজন্তি দেসাই জানিয়েছেন, অনেকগুলো বিষয়ের ওপর ভিত্তি করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এর মাধ্যমে উন্নয়নশীল ক্ষেত্রে বিষয়টি সরকার ও জনগণের মধ্যে সেবা প্রদানে দূরত্ব সৃষ্টি করছে। উদহারণ হিসেবে পেরুর প্রাক্তন উন্নয়নমন্ত্রী ক্যারোলিনা ট্রিভেল্লি জানিয়েছেন, পেরুর আমাজন অঞ্চলের কাছের বাসিন্দাদের কোনো প্রশাসনিক সেবা নিতে হলে পাঁচদিন নৌকা বেয়ে ওই এলাকায় যেতে হয়। আবার অনেক পরিবার জন্মনিবন্ধনের গুরুত্ব সম্পর্কে জানেই না। জেনেভায় জাতিসংঘে বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের প্রতিনিধি অ্যানি সোফি লইস জানিয়েছেন, অভিভাবকরা জন্মনিবন্ধনের গুরুত্ব সম্পর্কে সচেতন হলেও খরচের কারণে তারা পিছিয়ে পড়েন। এর ফলশ্রুতিতে আফ্রিকা ও এশিয়ার লাখ লাখ শিশু যখন স্কুলে যাওয়ার বয়সে পৌঁছে তখনই তাদের সম্পর্কে জানতে পারে প্রশাসন। রাইজিংবিডি/ঢাকা/২২ অক্টোবর ২০১৭/শাহেদ