আন্তর্জাতিক

ট্রাম্পের আঁকা ছবি ১৬ হাজার ডলারে বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঁকা একটি ছবি নিলামে ১৬ হাজার ডলারে বিক্রি হয়েছে। এ ঘটনা কি ট্রাম্পকে ভবিষ্যতে চিত্রকর হওয়ার উৎসাহ জোগাবে? সে প্রশ্ন অবান্তর নয়। প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ অবসর নেওয়ার পর অনেক ছবি এঁকে চিত্রশিল্পীর খ্যাতি কুঁড়িয়েছেন। ট্রাম্প তাকে অনুসরণ করতে চলেছেন কিনা, তা-ই দেখার বিষয়। ট্রাম্পের আঁকা ছবি এবারই প্রথম বিক্রি হলো, তা নয়। ট্রাম্প টাওয়ারকে মধ্যে রেখে নিউ ইয়র্কের আকাশপথের ছবি এঁকেছিলেন ২০০৫ সালে। চলতি বছরের জুলাই মাসে সেই ছবি ২৯ হাজার ডলারে বিক্রি হয়। অর্থাৎ ট্রাম্পের আঁকা ছবির ভালোই কদর আছে বাজারে। ১৬ হাজারে বিক্রি হওয়া ট্রাম্পের ছবিটি মূলত নিউ ইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট ভবনের স্কেচ। ১০২ তলাবিশিষ্ট এই ভবনের শেয়ারের মালিক হওয়ার পর ১৯৯৫ সালে তিনি স্কেচটি এঁকেছিলেন। ২০০২ সালে শেয়ার বিক্রি করেন দেন তিনি। গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে নিলাম প্রতিষ্ঠান জুলিয়েন’স ট্রাম্পের আঁকা স্কেচটি নিলামে তোলে। নিউ ইয়র্কের আরেক ধনাঢ্য রিয়েল স্টেট ব্যবসায়ী এলি হির্সচফেল্ড এটি কিনেছেন। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন রাইজিংবিডি/ঢাকা/২৪ অক্টোবর ২০১৭/রাসেল পারভেজ