আন্তর্জাতিক

সেনাবাহিনীতে ‘তৃতীয় লিঙ্গ’ নিষিদ্ধে ট্রাম্পের আদেশ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্টের সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষদের কাজ করার ওপর নিষেধাজ্ঞাসংক্রান্ত ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন ফেডারেল বিচারক। স্থানীয় সময় সোমবার একজন ফেডারেল বিচারক এ স্থগিতাদেশ দেন। ওবামা প্রশাসন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষদের প্রবেশের সুযোগ দিয়েছিল। আর এ বিষয়ে ট্রাম্প এক নির্বাহী আদেশে বলেন, তৃতীয় লিঙ্গের কেউ সামরিক বাহিনীতে কাজ করতে পারবে না। জেলা জজ কোলিন কোলার কোটলি তার সেই আদেশ সাময়িকভাবে বাতিল করলেন। বিচারকের এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে স্থিতিশীল অবস্থা থাকবে। অর্থাৎ, সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষদের কাজের সুযোগ থাকছে। গত আগস্টে ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একটি গ্রুপ এ মামলাটি করেছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। আদালতে তাদের আইনজীবী মামলাটি লড়েছেন।  এর আগে এ বিষয়ে ট্রাম্প বলেছিলেন, সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে তিনি দেখেছেন, তৃতীয় লিঙ্গের মানুষদের 'চিকিৎসা অনেক ব্যয়বহুল' এবং এতে বাহিনীর মধ্যে 'ঐক্য বিনষ্ট' হয়। বিচারক মামলা দায়েরকারীদের সঙ্গে সহমত প্রকাশ করেন। তিনি বলেন, সামরিক বাহিনীর বাজেটে তৃতীয় লিঙ্গের মানুষদের কারণে যে প্রভাব পড়বে এমন কোনো যৌক্তিক ব্যাখ্যা প্রেসিডেন্টের নির্বাহী আদেশে নেই। বরং প্রেসিডেন্টের এ আদেশের ফলে তাদের প্রতি অসম্মান করা হয়েছে। গত জুলাই মাসে ট্রাম্প এ নির্বাহী আদেশ জারি করেন। বিচারক বলেন, তার এ আদেশ কোনো তথ্যের ভিত্তিতে সমর্থন করা যায় না। এ ছাড়া সামরিক বাহিনী থেকে এ আদেশ প্রত্যাখ্যান করা হয়েছে। ২০১৬ সালের জুনে ওবামা প্রশাসন তাদের নীতি পরিবর্তন করে সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষদের অন্তুভুর্ক্ত করে প্রকাশ্যে কাজ করার বিধি জারি করেছিলেন। এ ছাড়া সামরিক বাহিনীকে এক বছর সময় বেঁধে দিয়েছিলেন নতুন করে নিয়োগের জন্য। তবে সামরিক বাহিনী এ নীতি বাস্তবায়নে ছয় মাস দেরি করে। এ ছাড়া বলা হয় এটি বাস্তবায়নে আরো সময় প্রয়োজন। তথ্যসূত্র : বিবিসি অনলাইন

   

রাইজিংবিডি/ঢাকা/৩১ অক্টোবর ২০১৭/ইভা/রাসেল পারভেজ