আন্তর্জাতিক

শ্রেণিকক্ষে ঢুকে গেল প্রাইভেটকার, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে একটি প্রাইভেটকার রাস্তা ছেড়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে পড়ায় মর্মান্তিক অবস্থার সৃষ্টি হয়েছে।  এ সময় আঘাত পেয়ে আট বছর বয়সি দুই শিক্ষার্থী নিহত ও তিনজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকশিয়া রোডের একটি পাবলিক স্কুলে এ ঘটনা ঘটে। ওই সময় শ্রেণিকক্ষে ২৪ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ৫২ বছর বয়সি ওই চালককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, চালক ইচ্ছাকৃত প্রাইভেটকারটি শ্রেণিকক্ষে উঠিয়ে দেয়নি। এটি একটি দুর্ঘটনা। পুলিশ বিষয়টি তদন্ত করছে। নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্সের কর্মকর্তা স্টেফানি রজনিগ বলেছেন, ‘এটা স্পষ্টতই হত্যাকাণ্ড।’ ছাত্র ও শিক্ষকরা এ দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনাটি দেখেছেন। এ ঘটনায় দুজন ছাত্র মারাত্মকভাবে আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায়। তা ছাড়া নয় বছর বয়সি এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। আহত আট বছর বয়সি দুই ছাত্রের অবস্থা স্থিতিশীল রয়েছে। তথ্যসূত্র : বিবিসি অনলাইন

   

রাইজিংবিডি/ঢাকা/৭ নভেম্বর ২০১৭/ইভা/রাসেল পারভেজ