আন্তর্জাতিক

সেনাবাহিনীর নিয়ন্ত্রণে জিম্বাবুয়ে, ‘আটক’ মুগাবে

আন্তর্জাতিক ডেস্ক : জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নিয়ে প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। জাতীয় টেলিভিশন ভবন দখলে নিয়ে এক বিবৃতিতে সেনাবাহিনী দাবি করেছে, মুগাবে নিরাপদ আছেন। তবে তিনি কোথায় আছেন, তা বলা হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপ সামরিক অভ্যুত্থান নয়, তাদের লক্ষ্য দুর্নীতিবাজ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ফার্স্ট লেডি গ্রেস মুগাবের জন্য পথ পরিষ্কার করতে ডেপুটি প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে মুগাবে বহিষ্কার করার পর সেনাবাহিনী এই পদক্ষেপ নিল। একে রক্তপাতহীন সামরিক অভ্যুত্থান হিসেবে দেখা হচ্ছে।  

এমারসনকে সরিয়ে তার স্থানে নিজের রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে গ্রেসকে বসানোর পরিকল্পনা রয়েছে মুগাবের। বয়সের কারণে মুগাবে যদি আর নির্বাচন করতে নাও পারেন, তবে গ্রেসই হবেন পরবর্তী প্রেসিডেন্ট।  বুধবার প্রথম ভাগে রাজধানী হারারের উত্তর এলাকায় ব্যাপক গোলাগুলি ও থেমে থেমে অস্ত্র-গোলাবারুদ গর্জে ওঠার শব্দ শোনা গেছে। সেখানে আসলেই কী হচ্ছে, তা নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে।  দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত জিম্বাবুয়ের দূত আইজ্যাক মায়ো সামরিক অভ্যুত্থানের গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, সরকার ঠিকঠাকই আছে। মঙ্গলবার জিম্বাবুয়ে ব্রডকাস্টিং করপোরেশনের কার্যালয় দখলে নেওয়ার পর মেজর জেনারেল সিবুসিসো মায়ো সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি পড়ে শোনান। তিনি বলেন, ‘আমরা জাতিকে নিশ্চিত করতে চাই, মহামান্য রাষ্ট্রপতি ও তার পরিবার নিরাপদে আছেন এবং তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হচ্ছে।’  

বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা শুধু টার্গেট করছি তার চারপাশে থাকা অপরাধীদের... যাদের জন্য দেশের মানুষ সামাজিক ও অর্থনৈতিকভাবে দুর্ভোগ পোহাচ্ছে। আমাদের মিশন শেষ হলে যত দ্রুত সম্ভব দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।’ অপরাধী হিসেবে কাদের টার্গেট করা হয়েছে, বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি। তবে সরকারি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এরই মধ্যে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া কর্মকর্তাদের মধ্যে অর্থমন্ত্রী ইগনেটিয়াস চম্বোও রয়েছেন। সেনাবাহিনীর এই পদক্ষেপ বা অভ্যুত্থানে কে নেতৃত্ব দিচ্ছেন, তা এখনো জানা যায়নি। তবে রাজধানীর সব গুরুত্বপূর্ণ সড়ক, ভবন ও স্থাপনা দখলে নিয়েছে সেনারা। সেনাবাহিনীর গাড়ি মুহুর্মুহু টহল দিচ্ছে। এদিকে, হারারেয় দূতাবাসগুলো নিজ নিজ দেশের নাগরিকদের নিরাপদ স্থানে বিশেষ করে বাইরে না বেরিয়ে ঘরের মধ্যে থাকতে বলেছে। বুধবার যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ রাখা হয়েছে। তথ্যসূত্র : বিবিসি অনলাইন রাইজিংবিডি/ঢাকা/১৫ নভেম্বর ২০১৭/রাসেল পারভেজ