আন্তর্জাতিক

‘রোহিঙ্গাদের ওপর গণহত্যার অসংখ্য প্রমাণ আছে’

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মিউজিয়াম (গণহত্যা বিষয়ক জাদুঘর) জানিয়েছে, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী যে গণহত্যা চালিয়েছে তার স্বপক্ষে অসংখ্য প্রমাণ রয়েছে। ফোর্টিফাই রাইটস নামে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি মানবাধিকার গ্রুপের সঙ্গে বছরব্যাপী তদন্তের পর হলোকাস্ট মিউজিয়ামের পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বুধবার প্রকাশিত প্রতিবেদনটি দুই শতাধিক নির্যাতিত রোহিঙ্গা ও ত্রাণকর্মীদের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ‘নজিরবিহীন, ব্যাপক ও সুশৃঙ্খলভাবে’ ২০১৬ সালের অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত রোহিঙ্গাদের ওপর সহিংসতা চালিয়েছে। উত্তর রাখাইনের গ্রামগুলোতে গণহত্যা, গণধর্ষণ ও অগ্নিসংযোগসহ সমন্বিত আক্রমণ চালিয়ে প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘এই প্রতিবেদনে উল্লেখিত অপরাধগুলো এটাই ইঙ্গিত দিচ্ছে যে, মিয়ানমার সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায় বেসামরিক লোকদের ব্যাপক নৃশংসতা থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে।এই প্রতিবেদনে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে তাতে দেখা গেছে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের ওপর সেসব অপরাধমূলক কার্যক্রম করেছে যেগুলো গণহত্যা আইনে উল্লেখ করা হয়েছে।’ হলোকাস্ট মিউজিয়ামের সিমন-স্কিডট গণহত্যা প্রতিরোধ কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক আন্দ্রে জিটলম্যান বলেছেন, ‘যে নৃশংসতা ঘটে চলছে তাতে অপরাধ বন্ধে, ভবিষ্যত নৃশংসতা ঠেকাতে এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করাটাই এখন সময়ের দাবি।’ রাইজিংবিডি/ঢাকা/১৫ নভেম্বর ২০১৭/শাহেদ